মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:২৮ পূর্বাহ্ন

দুর্ঘটনায় আহত সালমান শাহ’র মা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিনেমার অমর নায়ক সালমান শাহ’র মা নীলা চৌধুরী। এতে তার হাত ভেঙে গেছে। বর্তমানে তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সালমান শাহ ফ্যান ক্লাবের অ্যাডমিন মাসুদ রানা নকীব।

আরো পড়ুন:দুটি ফ্ল্যাট বিক্রি করলেন রণবীর সিং

তিনি বলেন, জননীর বাম হাত ভেঙেছে। ছবিগুলো ওনার আরেক ছেলে শাহরানের স্ত্রী প্রকাশ করেছেন। ঘটনার পর সালমান শাহর মামা আলমগীর কুমকুমের সঙ্গে আমার কথা হয়েছে। নকীব জানান, রোববার (১১নভেম্বর) তার একটি সার্জারি হবে। হাত ভাঙা ছাড়াও বয়স বাড়ায় শারীরিকভাবে কিছুটা দুর্বল নীলা চৌধুরী।

নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মা দীর্ঘদিন ধরেই লন্ডনে বসবাস করছেন। সেখানে তিনি ছাড়াও তার আরেক সন্তান সস্ত্রীক বসবাস করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি