ফিলিস্তিনের গাজা উপত্যকা শিশুদের গণকবরে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ৬ অক্টোবর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।
আরো পড়ুন:গাজায় প্রাণহানি ১০ হাজার ছুঁই ছুঁই
জাতিসংঘের মহাসচিব বলেছেন, গাজায় শত শত শিশু নিহত হয়েছে। প্রতিদিন অসংখ্য শিশু আহত হচ্ছে। এই সংঘাত নিষ্পাপ শিশুদের জীবন কেড়ে নিচ্ছে। হামলার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, বেসমারিক লোকজনকে ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করছে হামাস।
আরো পড়ুন:তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ দিলো বিএনপি
এদিকে, জাতিসংঘ মহাসচিবের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন।গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ওই দিন থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।অপরদিকে ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।