শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫২ পূর্বাহ্ন

সঠিক চিকিৎসায় রোগ নির্মূলে ভূমিকা রাখে:ডাঃ মো: সুমন মিয়া

মো: রাব্বি হাসান চৌধুরী
  • আপডেট সময় সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৯

প্রতিবেদক, মো: রাব্বি হাসান চৌধুরী

সমাজের উচ্চ পর্যায়ে নিজস্ব ভাবমূর্তি রক্ষার্থে উচ্চ শ্রেণীতে অবস্থান করা, সামাজিক দায়বদ্ধতা হিসেবে রোগ নির্মূলে ভূমিকা রাখা, সমাজে অবস্থানকারী ব্যক্তিদের স্বাস্থ্য ও স্বাধীনতা রক্ষায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, সামাজিক অবক্ষয়, ভারসাম্যহীনতা রক্ষার্থে ও সমতাবিধানে পথিকৃতের ভূমিকা পালন করা সব কিছু দায়িত্বের সাথে পালন করছে ডাঃ মো: সুমন মিয়া। এম. বি. বি. এস ( ঢাকা মেডিকেল কলেজ), বি. সি. এস( স্বাস্থ্য) রেজিজস্টার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল বিএমডিসি রেজি নং- ৯৫২৬৮।

আরো পড়ুন: বিয়েতে পাওয়া শাড়ি পরেই রেডকার্পেট মাতালেন ফারিণ

সহকারী মো:পলাশ মিয়া

মেডিসিন, বাত- ব্যাথা, হার্ট জনিত সমস্যা,এজমা, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, চর্ম, ও শিশু রোগে অভিজ্ঞ। রোগী দেখন, প্রতি বৃহস্পতিবার দুপুর ২ টা থেকে সন্ধা ৬ টা পরযন্ত।শুক্রবার সকাল ৮ থেকে ২ পরযন্ত। চেম্বার,কমফোর্ট  মেডিকেল সেন্টার। কসবা সরকারি হাসপাতালের পশ্চিম পার্শ্বে আয়েশা টাওয়ার সংলগ্ন  কসবা ব্রাহ্মণবাড়িয়া। সিরিয়ালের জন্য: ০১৪০৭৪৬৪৫৪০।  আর এছারা প্রতি শুক্রবার দুপুর ২ টা  বিকাল ৫ টা পর্যন্ত স্থান নয়পুর হাজী ফার্মেসী সি এনজি স্টেশনের পুর্ব পাশে। এই মানবিক ডাক্তারের সহকারি  হিসেবে আছেন মো: পলাশ মিয়া।

 

শেয়ার করুন

আরো খবর