দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নির্মাতা এস এস রাজামৌলি। তার নির্মিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্রিপল আর’। মুক্তির পর বিশ্বজুড়ে সাফল্যের পাশাপাশি অস্কারের মুকুটও জয় করেছ নিয়েছে সিনেমাটি। এবার নতুন মিশন হাতে নিয়েছেন এই নির্মাতা। সম্প্রতি এক টুইটে এ ঘোষণা দেন রাজামৌলি।
মেড ইন ইন্ডিয়া’ শিরোনামে বায়োপিক নির্মাণ করছেন তিনি। মোশন পোস্টার শেয়ার করে খবরটি নিজেই জানিয়েছেন এই নির্মাতা। পাশাপাশি ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকের জীবনী পর্দায় আনছেন বলেও জানান এই নির্মাতা।টুইটে রাজামৌলি লেখেন, প্রথমবার শোনার পরই সিনেমাটির গল্পটি আমাকে আবেগপ্রবণ করে তুলেছিল। এমনিতেই বায়োপিক বানানো কঠিন, আর তা যদি হয় ভারতীয় সিনেমার জনককে নিয়ে তাহলে তা আরও বেশি চ্যালেঞ্জিং। যদিও সেটার জন্য আমাদের ছেলেরা প্রস্তুত। অত্যন্ত গর্বের সঙ্গে ‘মেড ইন ইন্ডিয়া’ উপস্থাপনা করছি।এদিকে প্রিয় নির্মাতার এই ঘোষণায় ব্যাপক উচ্ছ্বসিত সিনেমাপ্রেমীরা। তবে এ সিনেমায় কে কে অভিনয় করবেন সে বিষয়ে এখনও কিছু প্রকাশ করেননি রাজামৌলি।
আরো পড়ুন:চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী আর নেই
ডেডলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সিনেমার জন্ম ও উত্থানের গল্প নিয়ে বিশাল আয়োজনে নির্মিত হবে ‘মেড ইন ইন্ডিয়া’। বলা যায়, ‘ট্রিপল আর’ সিনেমার মতোই আয়োজনে কোনো কমতি রাখবেন না নির্মাতা।গত বছর মুক্তি পায় রাজামৌলি নির্মিত সিনেমা ‘ট্রিপল আর’। মুক্তির পরই বিশ্বজুড়ে ঝড় তুলেছিল সিনেমাটি। এ সিনেমার ‘নাটু নাটু’ গানটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জনের পাশাপাশি চলতি বছরের অস্কারের ৯৫তম আসরে সেরা মৌলিক গানের পুরস্কারও জয় করেছে।প্রসঙ্গত, ‘ট্রিপল আর’ সিনেমার এতে নাম ভূমিকায় অভিনয় করেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। ৪৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা ১২০০ কোটি রুপিরও বেশি আয় করেছে বক্সঅফিসে।