সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৪:৫২ অপরাহ্ন

রাজধানীর কল্যানপুরে দারুস সালামে ধাঁনসিড়ি আবাসিকের নামে শান্তর নারী ও মাদক বাণিজ্য!

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২

রাজধানীর দারুস সালাম ধানাধীন কল্যানপুরে ধানসিঁড়ি আবাসিক হোটেলের নামে হোটেল মালিক শান্তর নারী ও মাদক বাণিজ্য ধরাছোঁয়ার বাইরে। জানা গেছে, উক্ত আবাসিক হোটেলটি দির্ঘদীন ধরেই শান্তর নারী ও মাদক বাণিজ্য পিছিয়ে নেই।এলাকাবসী অপরাধের আখড়া হিসেবে চিহ্নিত করেছেন হোটেলটি। কিন্তু হোটেলটিতে নারী বাণিজ্যর চক্রসহ মাদক কারবারীরা নিয়মিত যাতায়াত করছেন বলে অভিযোগ নিয়মিত। তোপেড় মূখে এলাকার যুব সমাজ।

আরো পড়ুন: সাংবাদিক পরিচয়ে স্পা ব্যবসায়ী জাফরের অপ-সাংবাদিকতা!

এসব বিষয়ে দারুস সালাম থানার অফিসার ইনচার্জকে জানালে তিনি বলেন, আমরা হোটেলটিতে একাধিকবার অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছি এবং তাদের বিরুদ্ধে আমরা আইনগত পদক্ষেপও নিয়েছি। তিনি আরো বলেন, সামজিক দায়বদ্ধতা থেকে আইনগত ব্যবস্থা নিলেও তেমন কাউকে পাওয়া যায়না। প্রয়োজনে আমরা আবারো অভিযান চালাবো। তবে আপনারা আমাদেরকে একটু সহযোগীতা করলে মনে হয় অপরাধীরা আইনের আওতায় আসবে এবং হোটেলটি সিসি ক্যামেরা দ্বাড়া নিয়ন্ত্রিত থাকায় পুলিশ অভিযানের আগেই অপরাধীরা নিরাপদ স্থানে ছিটকে পরে। এদিকে এবিষয়ে হোটেল মালিক শান্তর নিকট জানতে চাইলে তিনি গনমাধ্যমকর্মীকে হুমকি দিয়ে বলেন, এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তার পরিনাম ভাল হবে না। আমরা এলাকার স্থানীয় লোক এবং আবার বাড়ি সিলেট এবং আপনারা প্রতিবেদন বা থানায় অভিযোগ করলে আমি আপনাদের চাঁদাবাজি, বা মানহানীসহ বিভিন্ন ধরনের মামলা দিয়ে ফাঁসিয়ে দিব। তাছাড়া এটা দিয়ে অনেকের কর্মসংস্থানের রুটি রোজগারের জায়গা হয়। তারমানে এই নয় রুটি রোজগারের যোগান পতিতাবৃত্তি বা মাদক কারবারীদের আনাগোনা। এধরনের কর্মকান্ড থাকায় পুলিশ ও গনমাধ্যমকর্মীরা হয়রানীর শিকার হচ্ছেন প্রতিনিয়ত।

আরো পড়ুন: গুলশানে স্পা ব্যবসায়ী রিয়া ও নয়ন চক্রের দৌড়াত্ম! 

সম্প্রত্তি, এসব হোটেলে সন্ধ্যা হলেই জমে উঠে নারী বাণিজ্য। এতে নেই কোনো প্রশাসনের নজরদারী। আবার অনুমোদহীন বাইরে সাইনবোর্ড ঝুলিয়ে নির্ভিগ্নে চালিয়ে আসছে এমন অপরাধ। হোটেলটিতে নেই কোন নিরাপত্তার ব্যবস্থা। এতে যেকোন মুহুর্তে ঘটে যেতে পারে বড় ধরনের অপরাধ। আমার প্রায়ই শুনি বিভিন্ন আবাসিক হোটেল থেকে মাদক বা লাশ উদ্ধারের ঘটনা। তবে হোটেলগুলো জেলা প্রশাসকের নিকট হইতে কোন অনুমোদন নেই বলে সূত্রে জানা গেছে।

আরো পড়ুন: গুলশানে মানব পাচার চক্রের সুলতানার অবৈধ স্পা বাণিজ্য!

শেয়ার করুন

আরো খবর