পরাণ ও দামাল ছবির অভাবনীয় সাফল্যের পর চলতি বছরের শুরু থেকেই হ্যাটট্রিক সাফল্যের স্বপ্ন দেখে আসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এই দুই সিনেমা বিশেষ করে পরাণ-এর মাধ্যমে অনেক দিন পর সাফল্যের মুখ দেখেন এই লাক্স চ্যানেল আই সুপারস্টার। নির্মাতাদের পাশাপাশি পরাণের মাধ্যমে সিনেমা দিয়ে অনেকদিন পর রুপালি পর্দাও দর্শকের মধ্যে মুগ্ধতা ছড়ান তিনি।
এতে ‘অনন্যা’ চরিত্রে অভিনয়ের জন্য মিম দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এর কিছুদিন পর অক্টোবরে মুক্তি পায় এই নায়িকার আরেক সিনেমা ‘দামাল’। এটিও বেশ সাড়া ফেলে দর্শক মহলে। এরপর মুক্তির তালিকায় থাকা দীপঙ্কর দীপনের তারকাবহুল সিনেমা ‘অন্তর্জাল’র মুক্তির মাধ্যমে সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করার স্বপ্ন বোনোন মনে। কিন্তু একবার নয়, বার বার সিনেমাটির মুক্তির তারিখ ঘোষিত হওয়ার পরও দফায় দফায় পিছিয়ে যায় সিনেমাটির মুক্তি।
আরো পড়ুন:দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে ফেনসিডিল ও নেশাজাতীয় এ্যাম্পুল উদ্ধার
এতে মিমও একাধিকবার আশাহত হন। সর্বশেষ চলতি মাসের ৮ তারিখে অন্তর্জালের মুক্তির ঘোষণা দেন ছবির পরিচালক দীপন। কিন্তু মুক্তির ঠিক তিনদিন আগে শোনা গেল বলিউড তারকা শাহরুখ খানের জাওয়ান সিনেমাটি বিশ্বের সঙ্গে একযোগে বাংলাদেশেও মুক্তি পাওয়ায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে অন্তর্জালের মুক্তি স্থগিত রাখার ঘোষণা দেয় ছবির টিম। এতে মানসিকভাবে পুরোপুরি হতাশ হয়ে পড়েছিলেন মিম। অভিমানে সংবাদ সম্মেলনেও যাবেন না বলে জানিয়ে দিয়ে এই তারকা বলেছিলেন, ‘ছবি যদি পিছিয়েই যায়, তাহলে সংবাদ সম্মেলন করে লাভ কী।’ যদিও সিনেমার টিমের অনুরোধে সেই সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন তিনি। ওই সংবাদ সম্মেলনে জানানো হয় ২২ সেপ্টেম্বর নিশ্চিত মুক্তি পাচ্ছে অন্তর্জাল।