কালকের দিনটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা দিন।’ ফেসবুকে এমন রহস্যময় একটি পোস্ট দিয়ে একদম চুপচাপ পরীমনি। কাউকে এ বিষয়ে কিছুই জানাননি তিনি। অনেকে ফোন করলেও একদম মুখ খোলেননি। পরদিন মধ্যরাতে আরেকটি পোস্টে সেই রহস্য ফাঁস করলেন পরীমনিই। জানালেন, মাতৃত্বের ছুটি কাটিয়ে বড় পর্দার কাজে ফিরছেন। সরকারি অনুদানের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ‘ডোডোর গল্প’ নামের সেই ছবির পরিচালক রেজা ঘটক।
গতকাল রোববার রাতে প্রথম আলোর সঙ্গে আলাপে পরীমনি বলেন, ‘“ডোডোর গল্প” ছবিটি নিয়ে বেশ কিছুদিন ধরে কথা হচ্ছিল। গল্পটা আমার ভীষণ ভালো লেগেছে।’ জানান, মূলত এই ছবির চুক্তির জন্য দিনটি তাঁর কাছে স্পেশাল। ছবিটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় রেজা ঘটক।ডোডোর গল্প’ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয়ের জন্য চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে একাধিকবার আলাপ হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তবে এখনো চূড়ান্ত হয়নি কিছুই। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। সিনেমাটির প্রযোজক নাজমুল হক ভূঁইয়া।ডোডোর গল্প’ সিনেমায় কাজল চৌধুরী নামের একটি চরিত্রে অভিনয় করবেন পরীমনি। নতুন সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক সুন্দর একটি গল্পে কাজ করতে যাচ্ছি। দিনটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাইট-ক্যামেরা-অ্যাকশন আমার নিশ্বাসের সঙ্গে মিশে আছে।
আরো পড়ুন:ডিএমপিতে নব-যোগদানকৃত সহকারী পুলিশ কমিশনারদের রিলেশনস বিভাগ পরিদর্শন