বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৩ অপরাহ্ন

আমার ইচ্ছের তালিকাটা অনেক বড়

ক্রাইম এক্সপ্রেস ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬

অভিষেক ছবিতেই বাজিমাত করেছিলেন অভিনেত্রী সানিয়া মালহোত্রা। আমির খানের ‘দঙ্গল’ ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এই ছবির সফলতার কাহিনি কারও অজানা নয়। এবার আরেক খান শাহরুখের ছবি ‘জওয়ান’-এ অভিনয় করে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।

শাহরুখ খানের সঙ্গে অভিনয় নিয়ে এক সাক্ষাৎকারে কিছু কথা জানিয়েছেন সানিয়া।অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবিতে এক চিকিৎসকের চরিত্রে দেখা গেছে সানিয়াকে। শাহরুখের সঙ্গে একই পর্দায় আসতে পেরে বেজায় খুশি তিনি।এই অভিনেত্রী কিং খানের সঙ্গে অভিনয়ের প্রসঙ্গে ইন্ডিয়া টুডে-কে বলেছেন, ‘এই ছবির শুটিংয়ের কিছু সময় আমি নার্ভাস ছিলাম। বিশেষ করে তাঁর (শাহরুখ) সঙ্গে আমার যখন দৃশ্য ছিল। কিন্তু তিনি আমাদের সবাইকে খুব সহজ করে দিয়েছিলেন। সেটে সুপারস্টার শাহরুখ খান উপস্থিত ছিলেন না, ছিলেন আজাদ বা বিক্রম রাঠোর (সিনেমায় শাহরুখের চরিত্রের নাম)। তিনি যেটাই করেন, সেটাই দুর্দান্ত। তিনি অত্যন্ত বিনয়ী। নার্ভাস থাকা সত্ত্বেও আমরা সবাই আমাদের চরিত্রের মধ্যেই ছিলাম। তাঁর সঙ্গে নাচ করা আমার অনেক বড় স্বপ্নপূরণ। সেটে তিনি প্রাণশক্তিতে ভরপুর থাকতেন। চেন্নাইয়ের অত গরমের মধ্যেও তাঁকে সেটে কখনো বসে থাকতে দেখিনি।

আরো পড়ুন:জীবনের গুরুত্বপূর্ণ দিনের রহস্য ফাঁস করলেন পরীমনি

‘জওয়ান’-এর সাফল্যে আপ্লুত সানিয়া, ‘আমাদের মেয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমাদের গ্রুপের নাম “গুড টু গো চিফ”। এই গ্রুপে আমরা “জওয়ান” ছবিসংক্রান্ত সবকিছু ভাগ করে নিই। ছবির সব সফলতার কথা ভাগ করে নিই।দঙ্গল-এর সফলতার প্রসঙ্গে সানিয়া বলেছেন, ‘দঙ্গল যখন মুক্তি পেয়েছিল, তখন আমি একদম নতুন। এই ছবির সাফল্যে আমি তখন নিশ্চয় আপ্লুত হয়েছিলাম। কিন্তু তখন এই ছবির সফলতা উপভোগ করার জন্য মানসিকভাবে আমি অতটা পরিপক্ব ছিলাম না। আমি এবার সাত বছর পূর্ণ করতে চলেছি। তাই এখন আমি “জওয়ান” ছবির সফলতা পুরোপুরি উপভোগ করতে পারছি। এই ছবির অংশ হতে পেরে আমি সত্যি রোমাঞ্চিত।আমির, শাহরুখের পর ভবিষ্যতে কোন কোন অভিনেতার সঙ্গে কাজ করতে চান সানিয়া, তা তিনি সাক্ষাৎকারে ফাঁস করেছেন।

আরো পড়ুন:দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে ফেনসিডিল ও নেশাজাতীয় এ্যাম্পুল উদ্ধার

শেয়ার করুন

আরো খবর