মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৩:৫৫ অপরাহ্ন

খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকে নিতে হবে

ক্রাইম এক্সপ্রেস ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ফরমায়েশি রায়ের মাধ্যমে অন্যায়ভাবে কারাবন্দি রেখে চিকিৎসায় অবহেলা করা করা হচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সাবেক নেতারা। একইসঙ্গে অবিলম্বে খালেদা জিয়ার কারামুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন তারা।

 

সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক ও সাবেক মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়া দেশের গণতন্ত্রের মুক্তি আন্দোলনে আপসহীন নেত্রী। সারাদেশে সর্বাধিক জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি অত্যন্ত অসুস্থ। অসুস্থতার কারণে বারবার হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবুও তার প্রতি সরকারের হিংসামূলক কর্মকাণ্ড ও অপপ্রচার বন্ধ হয়নি। আজ বাংলাদেশে আজ মানবাধিকার ও বিবেকের মৃত্যু ঘটেছে।

এতে আরও বলা হয় বলেন, সর্বশেষ গত ৯ আগস্টে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে আজ পর্যন্ত চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তিনি দীর্ঘদিন আর্থাইটিস, ডায়াবেটিস, লিভার, কিডনি ও হৃদরোগে ভুগছেন। চিকিৎসকরা প্রতিনিয়ত তাকে দ্রুত বিদেশে উন্নততর মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে চিকিৎসা গ্রহণের পরমর্শ দিচ্ছেন। কিন্তু সরকার সেদিকে কোনো কর্ণপাত না করে চিকিৎসার মতো মানবিক বিষয়টিতেও রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়েই সিদ্ধান্ত গ্রহণ করছে।

আরো পড়ুন:সংস্কৃতে গান গেয়ে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তরুণীর

শেয়ার করুন

আরো খবর