ফেরদৌস আরার ‘মোরা আর জনমে’

বিনোদন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে ২৭শে আগস্ট সন্ধ্যা ৬টা ২০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে ফেরদৌস আরার একক পরিবেশনা ‘মোরা আর জনমে’। এই প্রথম পর্যটন নগরী কুয়াকাটায় মনোরম লোকেশনে নজরুলের গানের শুটিং করলেন শিল্পী ফেরদৌস আরা। অনুষ্ঠানটিতে শিল্পীর কণ্ঠে শোনা যাবে ‘তেপান্তরের মাঠে’, ‘মোরা আর জনমে’, ‘এ কোন মায়ায়’, ‘দোলে বন-তমালের ঝুলনাতে’ প্রভৃতি গান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অনন্যা রুমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *