রাঙ্গাবালীতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জাতীয়

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় রাঙ্গাবালী উপজেলার সদরে, চরলক্ষ্মী বেষ্টিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু হানিফকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে উপজেলার সর্বস্তরের শিক্ষক ও কর্মচারীদের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, “একজন শিক্ষককে প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। সহকর্মীর ওপর হামলার প্রতিবাদে এই মানববন্ধন আয়োজন করা হয়েছে। আমরা ন্যায়বিচারের দাবি জানাই।”

মানববন্ধনে রাঙ্গাবালী উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, “একজন শিক্ষককে মারধরের ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাঙ্গাবালী উপজেলার চর বেষ্টিন গ্রামে স্কুলশিক্ষক মো. আবু হানিফকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল প্যাদার বিরুদ্ধে। রোববার রাতে দুই দফায় ঘটানো এই মারধরের ঘটনায় গুরুতর আহত অবস্থায় শিক্ষককে সোমবার (২৫ আগস্ট) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত আবু হানিফ লক্ষ্মী বেষ্টিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক। অভিযুক্ত বিএনপি নেতা মোজাম্মেল প্যাদা ঘটনার ব্যাখ্যায় বলেন, “আমার কাছে অর্থ গ্রহণ করার বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। টাকা দিতে দেরি হওয়ায় তিনি লোকজনের কাছে অন্যরকম তথ্য ছড়িয়ে দিয়েছেন। এ কথা শুনে আমি তাকে ডেকে জিজ্ঞেস করি এবং একপর্যায়ে একটি থাপ্পড় দিই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *