সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ১৫ দিনে চার্জশিট, প্রশংসায় ভাসছেন কমিশনার নাজমুল করিম খান

গণমাধ্যম

সাকিব জামাল

গাজীপুরে অপরাধ দমনে একের পর এক সাফল্যে জনআস্থা কুড়াচ্ছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ডিআইজি ড. নাজমুল করিম খান। দায়িত্ব নেওয়ার পর থেকেই তার দৃঢ় নেতৃত্ব, কঠোর অবস্থান ও দ্রুত পদক্ষেপ নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। সর্বশেষ দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় মাত্র ১৫ দিনে চার্জশিট দাখিল করে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। এই বিরল ঘটনা এখন সারা গাজীপুর নগরে আলোচনার কেন্দ্রবিন্দু টক অব দ্যা সিটি।

গত ৭ আগস্ট চান্দনা চৌরাস্তা এলাকায় নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। ঘটনাটি দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করে। কিন্তু কমিশনারের নির্দেশে মাত্র তিন দিনের মধ্যে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ৯ আসামিকে শনাক্ত ও গ্রেফতার করে পুলিশ।

এরপর কোপা মিজান’কে প্রধান আসামি করে ৮ জনকে অভিযুক্ত করে মাত্র দুই সপ্তাহের মধ্যেই আদালতে চার্জশিট দাখিল করা হয়। ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র দাখিল এটি বাংলাদেশে অত্যন্ত বিরল, যা নতুন নজির হিসেবে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মনে করছে নগরবাসী।

মানবিক কমিশনারের দৃষ্টান্ত: শুধু আইনশৃঙ্খলা নয়, মানবিকতার উদাহরণও স্থাপন করেছেন কমিশনার। তিনি নিহত সাংবাদিক তুহিনের পরিবারকে জিএমপি হেডকোয়ার্টারে ডেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন ও সর্বদা পাশে থাকার আশ্বাস দেন।

তিনি বলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড আমাদেরও ব্যথিত করেছে। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবো। পাশাপাশি, তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।

তুহিনের স্ত্রী মুক্তা বেগম আবেগঘন কণ্ঠে কমিশনারের এই সহানুভূতিশীল পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তুহিন হত্যা মামলার পাশাপাশি দুর্ধর্ষ ডাকাতচক্র ও আলোচিত হানিট্র্যাপ চক্রের বিরুদ্ধেও অভিযান চালিয়ে সফলতা পেয়েছে জিএমপি।

গাছা থানার অভিযানে গ্রেফতার হয়েছে ৬ ডাকাত সদস্য, উদ্ধার হয়েছে নগদ অর্থ, অস্ত্র ও মোটরসাইকেল,ট্রাভেল ব্যাগে আট টুকরো লাশের রহস্য উন্মোচন,হানিট্র্যাপ মামলার আসামিদেরও দ্রুত গ্রেফতার করে রিমান্ডে এনে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

মিরের বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান লিখেছেন এমন সৎ ও সাহসী অফিসার থাকলে অপরাধীদের আর দাপট দেখানোর সুযোগ থাকবে না।

সাংবাদিক টুটুল লেখেন তুহিন হত্যার ঘটনায় মাত্র ১৫ দিনে চার্জশিট এটা বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা। স্যালুট জিএমপি কমিশনারকে।

পূবাইলের এক গৃহিণী রুবিনা আক্তার মন্তব্য করেছেন আমি থানায় অভিযোগ দিয়েছিলাম, সাথে সাথে ব্যবস্থা নিয়েছে পুলিশ। আগে এমন দ্রুত সেবা পাইনি।

প্রতিদিনের কাগজ গাজীপুর সিটির আইনশৃঙ্খলা বিষয়ে ড. নাজমুল করিম খান অকপটে বলেছেন পুলিশকে কাজ করতে দিন। আমরা দুর্বল অবস্থায় আছি, তবুও কাজ করবো শুধু সহযোগিতা চাই।জনগণের সহযোগিতা থাকলে অর্থাৎ যেকোনো বিষয়ে নগরীর আইনশৃঙ্খলা রক্ষার্থে আমরা পাশে ছিলাম,আছি ইনশাআল্লাহ থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *