ক্রাইম এক্সপ্রেস ডেস্ত
সিলেট ও চট্টগ্রামে রয়েছে বহু সম্ভাবনাময় ও পর্যটনআকৃষ্ট পর্যটন স্পট ও দর্শনীয় স্থান। সরকারের অবহেলার কারণে এসব পর্যটন শিল্পের সম্ভাবনায় স্পট আজ শুধুমাত্র একটু অবহেলা জনিত কারণে হারিয়ে যেতে বসেছে। সরকার একটু সচেতন হলে এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে এগিয়ে এলে সিলেট চট্টগ্রাম পর্যটন হাব হওয়া সম্ভব। আর এ পর্যটন হাব বাস্তবায়িত হলে একদিকে দেশের অর্থনীতি সমৃদ্ধি হবে অন্যদিকে নতুন নতুন সম্ভাবনার উন্মোচনে নতুন নতুন উদ্যোক্তাও সৃষ্টি হবে। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন আয়োজিত কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে ট্যুরিজম ও উদ্যোক্তা বিষয়ক মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
দেশের বৃহত্তর সেবামূলক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আয়োজনে ২৮ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫টায় নগরের মোমিন রোডের চেরাগি গলির মুখে ব্রাক ব্যাংক ভবনের হায়দার আলী চৌধুরী হলে কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে ট্যুরিজম ও উদ্যোক্তা বিষয়ক এক মতবিনিময় সভা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবিক সংগঠক মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ দীপক কুমার পালিত।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক, বিশিষ্ট লেখক ও গবেষক বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক হাজী মো: একরাম হোসেন, গ্লোবাল মানবাধিকার সংগঠন বাংলাদেশের সাধারণ সম্পাদক মোস্তফা আলম মাসুম, এসোসিয়েশন অব এ্যালায়েন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্ণর রোটারিয়ান এস. এম. আজিজ, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের জিএম এম. এ. সবুর, চাটগাঁইয়া নওজোয়ানের সহ সভাপতি মো: জসিম উদ্দিন চৌধুরী, দৈনিক সমকালের ডিজিএম সুজিত কুমার দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল, ট্রাস্ট লাইফ ইস্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপ ব্যবস্হাপনা পরিচালক মো: জয়নুল আলম, হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক অধ্যাপক মিল্টন নাথ।
সভায় বক্তারা বলেন, সিলেট ও চট্টগ্রামকে কেন্দ্র করে সরকার একটু সচেতন হলে এই দুই বিভাগের আয়ের উৎস দিয়ে দেশের অর্থনীতির ভিত আরও শক্ত হবে এবং সমৃদ্ধ হবে পর্যটন শিল্পের সম্ভাবনা। নতুন নতুন সম্ভাবনা রয়েছে সিলেট চট্টগ্রাম জুড়ে, তা বাস্তবায়িত হওয়ার ফলে সৃষ্টি হবে নতুন নতুন উদ্যোক্তা। ফলে সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্হান এবং সমৃদ্ধ হবে আগামী প্রজন্ম।
ফাউন্ডেশনের সাংগঠনিক সচিব স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক বিজয় শংকর চৌধুরী, সংগঠক মতিউর রহমান সৌরভ, আসিফ ইকবাল, মোহাম্মদ এমরান, এম নুরুল হুদা চৌধুরী, শাহাবুদ্দিন খালেদ ফারুক, আকতার হোসেন নিজামী, ইয়াসমিন আকতার, লায়ন মো: মাহতাব উদ্দিন, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ ওসমান গণি, সীমা গ্রুপের সহকারী একাউন্ট ম্যানেজার মো: জাকির হোসেন নয়ন, মো: আশিকুর রহমান আসিফ, মো: হাদিউল ইসলাম শাহরিয়ার, মো: সালাহউদ্দিন লাভলু, মো: সাইদুর রহমান মিন্টু, নারায়ণ নারু,সুপ্রিয়া দাশ, পুস্পিতা ভট্টাচার্য, অর্পনা রায় চৌধুরী, হৈমন্তী জুঁই, রাহাত আনোয়ার সহ প্রমুখ।
অনুষ্ঠানে সাংগঠনিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব ও নারী উদ্যোক্তা ফারহানা আফরোজ খানম ও প্রকাশনা সচিব ফিরোজ চৌধুরী এবং ২০২২ সালে সিলেটের ভয়াবহ বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসায় চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠান সীমা অটোমেটিক রি-রোলিং মিলস লিমিটেড (এসএআরএম) সীমা গ্রুপকে সিলেটবাসায়ী পক্ষ থেকে বিশেষ সম্মাননা ভূষিত করা হয়।