তিন দফা দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের আগারগাঁও অবরোধ

রাজধানী

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর আগারগাঁও রাস্তায় অবরোধ কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। এতে ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেড পদ শুধুমাত্র কৃষিবিদদের জন্য উন্মুক্ত করার, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ছাড়া ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ না রাখার এবং কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার না করার জন্য সরকারি প্রজ্ঞাপন জারির দাবি তুলেছেন।

এর আগে, শেকৃবি শিক্ষার্থীরা প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদেও বিক্ষোভ মিছিল করেছিলেন। বৃহস্পতিবার দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ চলমান থাকলেও জনদুর্ভোগ এড়াতে তারা শাহবাগ অবরোধ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *