বলিউডের সুপারস্টার অজয় দেবগন ও অভিনেত্রী কাজলের কন্যা নিসা দেবগন এখনও বিনোদন জগতে অভিষেক করেননি। অন্যান্য বলিউড তারকা সন্তানরা ইতিমধ্যেই সিনেমায় পা রেখেছে—যেমন অনন্যা পান্ডে, সারা আলি খান, সুহানা খান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মা কাজল জানিয়েছেন, ২২ বছরের নিসা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে এখনই বলিউডে আসবেন না। পার্টি, পোশাক বা সমালোচনার কারণে অভিনেতা পরিবারের সন্তান হিসেবে নানান মন্তব্যের মুখোমুখি হতে হয়। কাজল বলেন, ছোটবেলা থেকেই মেয়েকে এই পরিস্থিতি মোকাবিলা করতে শিখিয়েছেন, এবং সব নিন্দা গায়ে মাখার প্রয়োজন নেই।
তবে ভবিষ্যতে নিসার কর্মজীবন কেমন হবে, তা এখনও স্পষ্ট নয়।