বাংলাদেশ সরকার চীনের কাছ থেকে ১২টি জঙ্গি বিমান কিনতে আগ্রহী। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেছেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিমানবাহিনীর আধুনিকায়ন, তিস্তা নদীর প্রকল্পে চীনের সহায়তা এবং বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে চীনের বহুমাত্রিক সংযুক্তি বিষয়গুলো তোলা হয়। প্রধান উপদেষ্টা জে-১০সি জঙ্গি বিমান কেনার আগ্রহ জানালে চীনের প্রেসিডেন্ট ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
জে-১০সি ‘ভিগোরাস ড্রাগন’ নামে পরিচিত মাল্টিপল রোল কমব্যাট এয়ারক্র্যাফট। এটি সুপারসনিক গতিতে উড্ডয়ন সক্ষম, আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে হামলার ক্ষমতা রাখে এবং শত্রু বিমান ও ড্রোন শনাক্তকরণে দক্ষ। ২০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই বিমান তিন বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে বাংলাদেশ বিমানবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করবে।
প্রাথমিক আলোচনার মাধ্যমে কেনাকাটার পথে সুগমতা সৃষ্টি হয়েছে। সফরের পর দুই দেশের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।