রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৪৪ মামলা

জাতীয়

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে। গত মঙ্গলবার (২৬ আগস্ট) এই অভিযান পরিচালনা করে ডিএমপি ট্রাফিক বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, অভিযানের সময় মোট ২৩৪৪টি মামলা করা হয়েছে। এছাড়া ৩১৩টি যানবাহন ডাম্পিং করা হয়েছে এবং ১১৪টি গাড়ি রেকার করা হয়েছে।

তিনি আরও জানান, ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *