রাজধানীতে একদিনের মাদকবিরোধী অভিযানে দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ কোকেনসহ বিপুল মাদকদ্রব্য উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার সংবাদ সম্মেলনে ডিএনসির অতিরিক্ত মহাপরিচালক গোলাম আজম এ তথ্য নিশ্চিত করেন।
অভিযান শেষে ৪ হাজার ইয়াবা, ১.৬ কেজি আইস, ২৮০ গ্রাম কুশ উদ্ধার করা হয়েছে। সবচেয়ে বড় ধাক্কা আসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, যেখানে গায়ানার নাগরিক কায়রান পেটুলাকে ৮.৬ কেজি কোকেনসহ আটক করা হয়। এটি দেশের ইতিহাসে একক অভিযানে সর্বোচ্চ কোকেন জব্দের রেকর্ড।
ডিএনসি জানিয়েছে, মাদক মূল হোতাদের বিরুদ্ধে সরাসরি মামলা করা কঠিন। এজন্য মানি লন্ডারিং আইনে ১২টি মামলা করা হয়েছে এবং আরও ২৭টি মামলা তদন্তাধীন রয়েছে। এছাড়া দেশজুড়ে অবৈধভাবে পরিচালিত সিসা বার বন্ধ করার অভিযানে ডিএনসি নিয়মিত অভিযান চালাচ্ছে।