সেরা নবীন পরিচালক এস্টার অ্যাওয়ার্ড পেলেন ইকবাল হোসাইন চৌধুরী

বিনোদন

দেশের নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী আন্তর্জাতিক স্বীকৃতির ‘এস্টার অ্যাওয়ার্ড পেলেন সেরা নবীন পরিচালক হিসেবে পুরস্কার অর্জন করেছেন। তিনি এই সম্মান পেয়েছেন তার সিনেমা ‘বলী: দ্য রেসলার’ জন্য।

যুক্তরাষ্ট্রের গবেষক-শিক্ষাবিদ, নোবেলজয়ী সাহিত্যিক ও সিনেমাবোদ্ধাদের সংগঠন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ফিল্ম, সায়েন্স অ্যান্ড আর্টস (IIAFSA) এই পুরস্কার দেয়। বিচারক দলের প্রধান ছিলেন টনি অ্যাওয়ার্ডজয়ী নিউইয়র্ক ইউনিভার্সিটির সিনেমা অধ্যাপক কার্লি বারদশ, যিনি বলেন, “‘বলী: দ্য রেসলার’ আঞ্চলিক সংস্কৃতির সৌন্দর্য এবং সূক্ষ্ম আবেগের মাধ্যমে দর্শককে শক্তি ও কোমলতার গভীর সম্পর্ক খুঁজে পেতে সাহায্য করে।”

ইকবাল হোসাইন জানান, “বিশ্বের সামনের সারির চলচ্চিত্র গবেষকদের বিবেচনায় সেরা নবীন পরিচালক হিসেবে পুরস্কার পাওয়াটা আনন্দের সঙ্গে দায়িত্ববোধও জাগায়। সামনে কাজগুলো আরও কঠিন হবে।”

মনোনয়ন তালিকায় অন্যান্য সিনেমার মধ্যে ছিল ‘দ্য গার্ল উইথ দ্য নিডল’, ‘দ্য সিড অব দ্য সেক্রেড ফিগ’, ‘সাউন্ড অব ফলিং’, ‘ল্যাম্ব’ এবং ‘সন্তোষ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *