ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি বিবাহিত। তবে কবে, কোথায় বা কাকে বিয়ে করেছেন তা তিনি প্রকাশ্যে আনতে রাজি নন। তিনি বলেন, “সংসার করতে হলে ফেসবুক পোস্ট লাগে না।”
দীর্ঘদিন নতুন সিনেমায় দেখা না গেলেও অপু বিশ্বাস বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা ও পারিবারিক ব্যবসায় ব্যস্ত। ব্যক্তিজীবন নিয়ে আলোচনা থামছে না, যদিও ঘনিষ্ঠরাও বিয়ের বিস্তারিত নিশ্চিত তথ্য দিতে পারছেন না।
অপু বিশ্বাসের দুই দশকের ক্যারিয়ারে শুরুর দিকে ব্যাপক সাফল্য ছিল। ২০০৫ সালে ‘কাল সকালে’ দিয়ে অভিষেক, এরপর ‘কোটি টাকার কাবিন’-এ জনপ্রিয়তা। শাকিব খানের সঙ্গে প্রায় ৮০টির বেশি ছবিতে জুটি বেঁধেছেন তিনি। ২০০৮ সালে গোপনে শাকিবকে বিয়ে, ২০১৭ সালে ছেলে আব্রাহাম জন্ম, এবং ২০১৮ সালে বিচ্ছেদ। এরপরও সন্তানের জন্য মাঝে মাঝে একসঙ্গে দেখা যায় তাদের।
সম্প্রতি ‘ছায়াবৃক্ষ’ ছবির মাধ্যমে তিনি আবারও আলোচনায় এসেছেন। সাক্ষাৎকারে অপু বলেন, “যতটুকু প্রয়োজন মনে করেছি, জানিয়েছি। এর বাইরে পারিবারিক বিষয়গুলো ব্যক্তিগত রাখতে চাই। শাহরুখ খান যেভাবে দিয়েছেন, আমি তেমনই মনে করি—সব প্রকাশ্যে আনার দরকার নেই।”