বিয়ের তিন বছরের মাথায় ভেঙে গেছে চিকিৎসক সানিয়া সুলতানা এশা ও উপস্থাপক রাফসান সাবাবের সংসার। ফেসবুক স্ট্যাটাসে সানিয়ার সঙ্গে বিচ্ছেদ ঘোষণা দেন রাফসান। এমন ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে বেশ চর্চা হচ্ছে এবং নানাবিধ কথা ছড়াচ্ছে। অবশেষে গতকাল (রবিবার) রাতে বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন সানিয়া এশা।
আরো পড়ুন:সংসার ভাঙল রাফসান সাবাবের
তিনি বলেন, ডিভোর্স লেটারে নিজে স্বাক্ষর করে সেটার নোটিশ পাঠিয়েছে। বিচ্ছেদ কার্যকর হবার জন্য যে তিন মাস সময় লাগে সেটার সময়ও দেয়নি। তার আগেই ঘোষণা করে দেয়। তার হঠাৎ এমন ঘোষণায় আমি অবাক হয়েছি, রীতিমতো বিধ্বস্ত হয়ে গেছি। মানসিকভাবে স্বাভাবিক পর্যায়ে নেই, একদমই ভেঙে পড়েছি।
আরো পড়ুন:১৩ বছরের সংসার জীবনের ইতি টানলেন হানি সিং
এশার কথায়, আমি কখনোই বিচ্ছেদ চাইনি। এটা কখনোই মিউচুয়াল সিদ্ধান্ত নয়। আমি শেষ পর্যন্ত অনেক চেষ্টা করে গেছি আমার বিয়েটা টিকিয়ে রাখার জন্য। কিছু মেজর ইস্যুজ ছিল যেগুলোর জন্য আমি নিজেই হয়তো সব শেষ করে দিতে পারতাম। কিন্তু একটা মেয়ে কখনোই চায় না তার সংসার টা ভেঙে যাক। অনেক বিষয় আছে যেগুলো আমি এখন প্রকাশ করতে চাই না। তবে এটা বলতে চাই, আমার স্বামী এবং আমার বিয়েটাই ছিল আমার প্রথম প্রায়োরিটি।