বিশ্ববিদ্যালয় নির্বাচনে সেনা মোতায়েনের গুজব প্রসঙ্গে বিজ্ঞপ্তি

জাতীয়

বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবার (২৭ আগস্ট) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে কোনো নির্দেশনা দেয়া হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বিদ্যমান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে নির্বাচনের সব কার্যক্রম শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। সেনাবাহিনী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের জন্য শুভকামনা জ্ঞাপন করেছে।

এ ধরনের স্পষ্টীকরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভ্রান্তি দূর করার লক্ষ্যে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *