সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে নতুন করে হত্যা মামলার গ্রেপ্তারি আদেশ দিয়েছে আদালত। বুধবার (২৭ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন।
গ্রেপ্তার দেখানোদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ও ব্যবসায়ী সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।
পুলিশ সূত্র জানায়, কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বুধবার সকালে তাদের আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে আদালত পৃথক হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিভিন্ন হত্যা মামলায় তাদের আসামি করা হয়েছে। প্রথম দফায় ১৩ আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর ধাপে ধাপে গ্রেপ্তার হন জুনাইদ আহমেদ পলক, জাহাংগীর আলম ও আবুল হাসান।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যার একাধিক মামলায় তারা অভিযুক্ত এবং এর আগে রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে।