কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের খরের দ্বীপ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। মঙ্গলবার ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর বিশেষ অভিযানে এ অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, নদীপথে টহলকালে সন্দেহভাজন ব্যক্তিদের উপস্থিতি ধরা পড়ে। বিজিবিকে লক্ষ্য করে তারা এক রাউন্ড গুলি ছুড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে এলাকা তল্লাশি চালিয়ে লুকানো অবস্থায় ৪টি রাইফেল ও ৫০৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে জি-৩ রাইফেল ২টি, এমএ-১ রাইফেল ১টি, এলএম-১৬ রাইফেল ১টি এবং ৮টি ম্যাগাজিন। গোলাবারুদের মধ্যে রয়েছে ১৯৯ রাউন্ড জি-৩, ১২০ রাউন্ড এমএ-১ এবং ১৮৮ রাউন্ড এলএম-১৬। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আলামত হিসেবে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি জানায়, এই ধরনের অভিযান সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা বজায় রাখতে ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।