বুয়েট শিক্ষার্থীরা উপদেষ্টা না আসা পর্যন্ত আন্দোলন চালাবে

জাতীয়

ইঞ্জিনিয়ার স্বীকৃতি দাবিতে আন্দোলনরত বুয়েটসহ প্রকৌশল শিক্ষার্থীরা ৫ দফা দাবি তুলে বলেছেন, সরকারের স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টা শাহবাগে এসে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন চলিয়ে যাবেন।

বুধবার বিকেল সোয়া ৫টার দিকে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের এক্সিট গেটের সামনে সংবাদ সম্মেলনে বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ এ দাবির বিষয়টি জানান।

শিক্ষার্থীরা দাবি করেছেন—আজকের পুলিশি হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ বহন করতে হবে, যৌক্তিক আন্দোলনে আর কোনও হামলা করা যাবে না এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে।

এর আগে সকাল ১১টায় শিক্ষার্থীরা ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি শুরু করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট নিক্ষেপ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *