আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক সুসান মোনারেজকে নিয়োগের কয়েক সপ্তাহের মধ্যে হোয়াইট হাউস বরখাস্ত করেছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় সংস্থার আরও চারজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন।
প্রধান কারণ হিসেবে জানানো হয়েছে—ভ্যাকসিন নীতি ও জনস্বাস্থ্য নির্দেশনায় প্রশাসনের সঙ্গে তীব্র বিরোধ এবং রাজনৈতিক হস্তক্ষেপ। স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়র কোভিড টিকা সংক্রান্ত নীতি পরিবর্তন করেছেন, যা মোনারেজের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করে।
মোনারেজ বরখাস্তের নোটিশ না পাওয়ার দাবি করেছেন এবং আইনজীবীরা বলেন, তিনি বৈজ্ঞানিক ও নীতিবান, “অবৈজ্ঞানিক নির্দেশনা” সমর্থন না করায় টার্গেট হয়েছেন। পদত্যাগ করা চার কর্মকর্তার মধ্যে রয়েছেন—প্রধান চিকিৎসা কর্মকর্তা ডেবরা হাওরি, টিকাদান ও শ্বাসতন্ত্রবিষয়ক পরিচালক ডিমিত্রি দাসকালাকিস, উদীয়মান সংক্রামক রোগ কেন্দ্রের পরিচালক ড্যানিয়েল জেরনিগান এবং জনস্বাস্থ্য ডেটা ও প্রযুক্তি বিভাগের পরিচালক জেন লেইডেন।
তারা পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, ভুল তথ্য, রাজনৈতিক চাপ এবং বাজেট কাটছাঁট সংস্থার কার্যকারিতা ক্ষুণ্ণ করছে এবং জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছে। সমালোচকরা বলছেন, এই পদক্ষেপগুলো সিডিসির বিজ্ঞানী ও নীতি নির্ধারকদের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে।