নয়ন-পিয়াস বাহিনী পুলিশের ওপর হামলা, চরাঞ্চলে আতঙ্ক

সারা বাংলা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের চরাঞ্চলে নৌ ডাকাত নয়ন-পিয়াস ও তাদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। ২২ আগস্ট জামালপুর গ্রামে স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্পের ওপর হামলার ঘটনা ঘটে সোমবার বিকেলে। হামলায় ডাকাতরা ককটেল ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, পুলিশ আত্মরক্ষায় গুলি ছুড়েন। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, নয়ন-পিয়াস বাহিনী দীর্ঘদিন ধরে মাদক, চাঁদাবাজি ও নৌ ডাকাতি চালিয়ে আসছে। পুলিশের ক্যাম্প স্থাপনের পর থেকে তারা কার্যক্রম চালাতে ব্যর্থ হয়ে ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়েছে। পুলিশ জানায়, হামলায় তাদের ব্যবহৃত অস্ত্রের একটি অংশ থানা থেকে লুট করা হয়েছিল।

এ ঘটনায় জামালপুর ও চরাঞ্চলের মানুষ আতঙ্কে রয়েছেন। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, নয়ন বাহিনীর সঙ্গে রাজনৈতিক তদবিরের অভিযোগও রয়েছে। পুলিশের যৌথ অভিযান চলছে, যেখানে র‌্যাব, নৌ পুলিশ, কোস্টগার্ড ও স্থানীয় পুলিশ অংশগ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *