সংকটাপন্ন পাঁচটি ব্যাংকের কারণে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প মারাত্মক সমস্যার মধ্যে পড়েছে। ব্যাংকগুলো তীব্র তারল্য সংকটে থাকায় রপ্তানি আয় সময়মতো রপ্তানিকারকদের দিতে পারছে না। নতুন এলসি খোলার সামর্থ্যও হারিয়েছে অনেক ব্যাংক। ফলে কারখানাগুলো আর্থিক ক্ষতির মুখে পড়ে নিয়মিত উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খাচ্ছে।
এ পরিস্থিতি তুলে ধরতে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধিদলে সহসভাপতি শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম, ফাহিমা আক্তার ও এবিএম সামছুদ্দিনও উপস্থিত ছিলেন।
বিজিএমইএ সভাপতি জানান, ব্যাংকগুলো সময়মতো বেতন-ভাতা দিতে না পারায় শ্রমিক অসন্তোষ বাড়ছে। এতে শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে। আন্তর্জাতিক ক্রেতাদের আস্থাও নষ্ট হচ্ছে, যা শিল্পের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
গভর্নরের কাছে নেতারা উদ্বেগ জানিয়ে বলেন, দ্রুত সমাধান না হলে বহু প্রতিষ্ঠান রুগ্ণ শিল্পে পরিণত হবে এবং শ্রমিকদের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে।
এ সময় গভর্নর আশ্বাস দেন, সাময়িকভাবে রপ্তানিকারকদের পাওনা টাকা পরিশোধের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্থায়ী সমাধানের জন্যও পদক্ষেপ নেওয়া হবে।