ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি সংক্রান্ত অভিযোগ দ্রুত ও সুষ্ঠুভাবে নিষ্পত্তির জন্য সাত সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
টাস্কফোর্সের আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. গোলাম রব্বানীকে। অন্য সদস্যরা হলেন ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. শহীদুল ইসলাম (শহীদুল জাহীদ), শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, সহকারী প্রক্টর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম এবং রেজাউল করিম সোহাগ।
টাস্কফোর্সের মূল দায়িত্ব হবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ যাচাই ও দ্রুত সমাধান করা। এতে নির্বাচনের স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গুরুত্ব আরোপ করা হয়েছে।