নাটোরে সবুজ পরিবেশে গড়ে উঠেছে ‘আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ’। প্রাণ-আরএফএল পরিবারের উদ্যোগে প্রতিষ্ঠিত এই কলেজ শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি নারীদের কর্মসংস্থান, আত্মমর্যাদা ও স্বাস্থ্যসেবার দক্ষতা বৃদ্ধির নতুন কেন্দ্র।
কলেজের শিক্ষার্থীরা সরাসরি মেমোরিয়াল হাসপাতালের সঙ্গে সংযুক্ত হয়ে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করবেন। প্রতিষ্ঠানটি নার্সিংকে মর্যাদাপূর্ণ ও আকর্ষণীয় পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। কলেজে আধুনিক ল্যাব, সিমুলেশন সেন্টার ও লাইব্রেরির পাশাপাশি ভাষা ও তথ্যপ্রযুক্তি শিক্ষার সুযোগও রাখা হয়েছে।
সৌদি আরব, জাপান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে প্রশিক্ষিত নার্স পাঠানোর পরিকল্পনা আছে। বিদেশি ভাষা দক্ষতা অর্জনের জন্য কলেজে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চলবে। কলেজে এখন ১৩০ শিক্ষার্থী অধ্যয়ন করছে, যেখানে ৮০ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ।
প্রাণ গ্রুপের পরিচালক উজমা চৌধুরী বলেন, নার্সিং শিক্ষার মাধ্যমে নারীদের আয়, মর্যাদা ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এই উদ্যোগ উত্তরবঙ্গের নারীদের জন্য এক নতুন দিগন্ত খুলবে।