শুল্ক বিরোধে ট্রাম্পের ফোন এড়ালেন মোদি

আন্তর্জাতিক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চারটি ফোনকল ধরেননি। জার্মান সংবাদপত্র ফ্রাঙ্কফুর্টার অ্যালগেমেইন জেইতুং (এফএজেড) ও জাপানি নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এটি শুল্ক বিরোধ ও কূটনৈতিক সতর্কতার প্রতিফলন।

সম্প্রতি ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশে উন্নীত করেছেন। নয়াদিল্লি স্পষ্টভাবে জানিয়েছে, কৃষক ও দেশের স্বার্থে যুক্তরাষ্ট্রের চাপ মেনে নেওয়া হবে না। মোদির এই পদক্ষেপে ট্রাম্প হতাশ হয়েছেন।

বিশ্লেষকদের মতে, মোদি–চীন কূটনীতি এখন নতুনভাবে রূপ নিচ্ছে। ভারতের আসন্ন চীন সফর ও এসসিও সম্মেলনে অংশগ্রহণ এ কৌশলগত সমীকরণের অংশ। এ সময় মোদি চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের পাশাপাশি বৈশ্বিক প্রভাব ও শিল্প প্রবৃদ্ধি লক্ষ্য করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *