রুমিন ফারহানাকে সাইবার বুলিং থেকে বিরত থাকুন: হাসনাত আবদুল্লাহ

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে রুমিন ফারহানাকে নিয়ে বুলিং বন্ধের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সামনে ‘মায়ের ডাক’ আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “রুমিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে। ব্যক্তিগত বা রাজনৈতিক মতপার্থক্যের কারণে একজন নারীকে নিয়ে বাজে মন্তব্য ও চরিত্রহনন বন্ধ করতে হবে। আমাদের মধ্যে পার্থক্য থাকলেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তা সমাধান করা উচিত।”

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হলে সেটি আওয়ামী লীগ কাজে লাগাবে। এজন্য ঐক্য বজায় রাখা জরুরি। এছাড়া গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনমুখী ও স্বচ্ছ করার আহ্বান জানান। তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে এই বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশের পরামর্শ দেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সময়কাল মুখ্য নয়; ফেব্রুয়ারি, ডিসেম্বর বা প্রয়োজনে আগামীকালও নির্বাচন হতে পারে। তার চাওয়া সংস্কার প্রস্তাব ও আইনি কাঠামো নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *