রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, মাদক সেবন এবং অসামাজিক কাজে জড়িত থাকার দায়ে ২৪ জনকে কারাদণ্ড দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার মিরপুর মডেল, দারুস সালাম, কাফরুল, ভাষানটেক, রূপনগর, শাহআলী ও পল্লবী থানার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের করা হয়েছে এবং অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
ডিএমপি জানায়, সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে চুরি, ছিনতাই, মাদক সেবন, নারীদের উত্ত্যক্ত করা এবং রাস্তায় অবৈধ দখলের মতো অপরাধ নিয়ন্ত্রণ করা হচ্ছে। এতে ভুক্তভোগীরা দ্রুত বিচার পান।
ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।