মানসিক ভারসাম্যহীন অবস্থায় ওমান থেকে দেশে ফেরত আনা প্রবাসী সুমনের পরিবারের সন্ধান মিলেছে। সুমনের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার রতনপুর গ্রামে।
ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম) শরিফুল হাসান জানিয়েছেন, ফেসবুকে সুমনের ছবি ও তথ্য শেয়ার করার পর তার আত্মীয়রা সুমনকে চিহ্নিত করেছেন। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। আশা করা হচ্ছে আজকেই সুমনকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গত মঙ্গলবার (২৬ আগস্ট) ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মাধ্যমে ওমান থেকে দেশে ফিরেন সুমন। বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের সহায়তায় তাকে উত্তরা আশকোনায় ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে রাখা হয়েছিল।