জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়ায় আবারও সংশোধনী আনার প্রস্তুতি নিচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া আপত্তি ও পরামর্শ পর্যালোচনা করে কমিশন জানিয়েছে, সনদের অঙ্গীকারনামায় দলগুলোর মতামতের যথাযথ প্রতিফলন ঘটানো হবে।
বুধবার জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে এক বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাব ও মন্তব্য যাচাই-বাছাই করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাপ্ত মতামত সমন্বয় করে খসড়ায় সংশোধনী আনা হবে।
আজ বৃহস্পতিবার কমিশন আবার বৈঠকে বসবে। এর পর আগামী সপ্তাহ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরুর পরিকল্পনা রয়েছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রীয় সংস্কারের অংশ হিসেবে সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার কমিশন—এই ছয়টি কমিশনের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হয়। ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত দুই দফায় আলোচনায় ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য হয়। সেসব প্রস্তাব নিয়েই তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ, যা রাষ্ট্র সংস্কারের মূল দলিল হিসেবে বিবেচিত হবে।