ক্রাইম এক্সপ্রেস ডেস্ক
চীনের দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণ দিবস উপলক্ষে বেইজিংয়ে অনুষ্ঠিতব্য বিজয় দিবস প্যারেডে অংশগ্রহণের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে পশ্চিমা কোনো নেতাকেই এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি যা আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে পুতিন ও কিম এই প্যারেডে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এই প্যারেডে দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনের বিজয় ও আত্মসমর্পণের স্মৃতিচারণ করা হবে। চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লিউ বিন জানিয়েছেন পুতিন ও কিম ছাড়াও বেশ কিছু দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
পশ্চিমা নেতাদের আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকরা মনে করছেন এটি চীন রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন এবং পশ্চিমা বিশ্বের প্রতি চীনের কৌশলগত অবস্থানের পরিবর্তন নির্দেশ করে।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আগামী সপ্তাহে চীনে চার দিনের সফরে যাচ্ছেন। এই সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন এবং সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে অংশগ্রহণ করবেন। এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।