রাজধানীর খিলক্ষেত এলাকায় দুটি মসজিদ ও একটি মন্দিরের জন্য জমি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বুধবার (২৭ আগস্ট) রেলভবনে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা বিভাগের রেলওয়ে ম্যানেজার মো. মহিউদ্দিন আরিফ মসজিদ ও মন্দিরের পরিচালনা কমিটির হাতে বরাদ্দপত্র হস্তান্তর করেন।
বরাদ্দকৃত জমির মধ্যে রয়েছে:
-
খিলক্ষেত রেলওয়ে জামে মসজিদের জন্য ০.২০১১ একর (৮৭৬০ বর্গফুট)
-
আন-নূর-জামে মসজিদের জন্য ০.০৫৫২ একর (২৪০৫ বর্গফুট)
-
খিলক্ষেত সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের জন্য ০.০৫৬২ একর (২৪৫০ বর্গফুট)
এ জমি রেলওয়ের নির্ধারিত প্রতীকী মূল্যে বরাদ্দ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।