বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের নাম প্রতারণার অভিযোগে এসেছে। ভারতের রাজস্থান রাজ্যের ভরতপুরের এক বাসিন্দা কীর্তি সিং তাদের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগ অনুযায়ী, তিনি ২০২২ সালে হুন্দাইয়ের আলকাজার মডেলের গাড়ি কিনেছিলেন, যা ত্রুটিপূর্ণ ছিল। ক্রয়ের পর বহুবার সমস্যা দেখা গেলেও কোম্পানি সমাধান করেনি।
কীর্তি সিং জানান, শাহরুখ ও দীপিকা হুন্দাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাদের ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ের কারণে তিনি গাড়ি কিনেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই অভিযোগে গাড়ি নির্মাতা হুন্দাইয়ের ছয় কর্মকর্তা নিয়েও মামলা হয়েছে।
মথুরা গেট থানায় এফআইআর দায়ের করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে। এখনও শাহরুখ, দীপিকা বা হুন্দাইয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শাহরুখ ১৯৯৮ সাল থেকে এবং দীপিকা ২০২৩ সাল থেকে হুন্দাইয়ের সঙ্গে যুক্ত।