জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবার জীবনে বড় এক সাফল্য অর্জন করেছেন। তিনি সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন।
মিথিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, পাঁচ বছরের কঠোর পরিশ্রম ও আবেগমিশ্রিত যাত্রার পর সফলভাবে তার থিসিস ডিফেন্স করেছেন। তিনি তার নামের আগে এখন গর্বের সঙ্গে ‘ডক্টর’ উপাধি ব্যবহার করতে পারবেন।
অভিনেত্রী উল্লেখ করেছেন, পেশাগত জীবন, অভিনয় এবং পারিবারিক দায়িত্ব সামলাতে গিয়ে এই ডিগ্রি অর্জন করা ছিল বড় চ্যালেঞ্জ। তিনি পরিবার, বন্ধু এবং সহকর্মীদের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মিথিলা অভিনয়ের পাশাপাশি শিক্ষা ও সমাজকর্মেও সক্রিয়। সম্প্রতি তাকে ওটিটি সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’-এ দেখা গেছে।