সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে হার বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। প্রতিটি ম্যাচ এখন ফাইনালের মতো খেলতে হচ্ছে মাহবুবুর রহমান টিটুর শিষ্যদের। বুধবার নেপালের বিপক্ষে জয় ছাড়া উপায় ছিল না। ঠিক এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই উজ্জ্বল নায়ক হয়ে উঠলেন সুরভী আকন্দ। তার দুর্দান্ত হ্যাটট্রিকে ৪-১ গোলের জয়ে শিরোপার আশা টিকিয়ে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল।
ভুটান ও ভারতের বিপক্ষে এখন লড়াই বাকি। ভুটানের বিপক্ষে জয় পেলে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতকে হারানোর সুযোগ থাকবে মেয়েদের সামনে। এবারের আসরে একে অপরের সঙ্গে দু’বার করে খেলবে প্রতিটি দল, আর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন।
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ৩৮ মিনিটে প্রথম গোল করেন থুইনু মারমা। যোগ করা সময়ে মামনি চাকমার পাস ধরে সুরভী করেন দ্বিতীয় গোল। তবে প্রথমার্ধের শেষ বাঁশির আগে এক গোল শোধ করে নেপাল। বিরতির পর মরিয়া নেপালকে হতাশ করে ৭১ মিনিটে সুরভীর দ্বিতীয় গোল। শেষ মুহূর্তে পূর্ণিমা মারমার ক্রসে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
এ জয়ে চার ম্যাচে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াল ৯। ভারতের পয়েন্ট ১২ হলেও, ভুটান ও নেপালের বিপক্ষে পরবর্তী ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে শিরোপা লড়াই। সবশেষ ম্যাচে ভারতকে হারাতে পারলে গোল ব্যবধানেই হতে পারে চ্যাম্পিয়ন নির্ধারণ।