দক্ষিণ আফ্রিকা টি২০ লিগের ড্রাফটে ২৩ বাংলাদেশি ক্রিকেটার

খেলাধুলা

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। আগামী ৯ সেপ্টেম্বর জোহানেসবার্গে এই নিলাম অনুষ্ঠিত হবে। তবে টুর্নামেন্ট কর্তৃপক্ষ এখনও বাংলাদেশের খেলোয়াড়দের নাম প্রকাশ করেনি।

বিভিন্ন দেশ থেকে মোট ৭৮২ জন ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি২০ লিগের নিলামে নাম দিয়েছেন। এর মধ্যে ৪৫৪ জন বিদেশি এবং ৩২৮ জন স্বাগতিক দক্ষিণ আফ্রিকান। বিদেশি ক্রিকেটারের মধ্যে ইংল্যান্ডের ১৫৩ জন সর্বাধিক, এরপর ওয়েস্ট ইন্ডিজের ৫০ জন, পাকিস্তানের ৪০ জন, শ্রীলঙ্কার ৩৬ জন এবং আফগানিস্তানের ২৭ জন খেলোয়াড় রয়েছেন।

এসএ টি২০ লিগের চতুর্থ আসর ২৬ ডিসেম্বর, ২০২৫ থেকে ২৫ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *