চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদামবিবিরহাট শাহজাহান (র.) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম গোলাম নুরের পদত্যাগ দাবি করে তার কক্ষে পাথর নিক্ষেপ করেছে একদল সাবেক-বর্তমান শিক্ষার্থী। পরিস্থিতি বেগতিক হলে তিনি বিদ্যালয় ছেড়ে চলে যান।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। আন্দোলনকারীরা প্রধান শিক্ষককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ তোলেন। তবে অনেক শিক্ষার্থী ও অভিভাবক বলেন, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া যেত, কিন্তু এভাবে মব তৈরি করে শিক্ষককে পদত্যাগে বাধ্য করা উচিত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে ছাত্রদলের স্থানীয় নেতা সাইফ আলী আরমান নেতৃত্বে শতাধিক শিক্ষার্থী মাঠে জড়ো হয় এবং পরে প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে পাথর ছোড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রধান শিক্ষক গোলাম নুর দাবি করেছেন, রাজনৈতিক কারণে তাকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা চলছে। এ বিষয়ে ম্যানেজিং কমিটি ও উপজেলা শিক্ষা কর্মকর্তাও জানিয়েছেন, কাউকে মব তৈরি করে পদত্যাগে বাধ্য করা আইনসিদ্ধ নয়।