দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহান।
আদালত সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হল ও একটি গবেষণা ইনস্টিটিউট নির্মাণে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কলিমুল্লাহকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দুদকের অভিযোগে বলা হয়েছে, প্রকল্প বাস্তবায়নের সময় নকশা পরিবর্তন ও অনুমোদন ছাড়াই ৩০ কোটির বেশি টাকার চুক্তি করা হয়। এছাড়া উন্নয়ন প্রকল্পের নামে প্রায় চার কোটি টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে। এ মামলায় কলিমুল্লাহ ছাড়াও সাবেক উপাচার্য অধ্যাপক এ কে এম নূর উন নবীসহ আরও কয়েকজন আসামি হিসেবে রয়েছেন।
এর আগে ৬ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে কলিমুল্লাহকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গত জুনে দুদক মামলাটি দায়ের করে।