স্টাফ রিপোর্টার:
রাজধানীর কারওয়ান বাজারে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক সবজি ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। হামলার ঘটনা ভোর চারটার দিকে ঘটেছে। আহত মো. জামির (৩০) তেজগাঁও মডেল থানার কাজীপাড়ার বাসিন্দা। তিনি পাইকারি সবজি ব্যবসা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামির রাত প্রায় তিনটার দিকে পাইকারি সবজি কেনার জন্য কারওয়ান বাজারে গিয়েছিলেন। এ সময় সোনারগাঁও হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা তিন থেকে চারজন দুর্বৃত্ত তার কাছে টাকা-পয়সা দাবি করে। তিনি তা দিতে অস্বীকৃতি জানালে, দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে ভোরে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু হয়েছে।