জনগণ আর জবরদখলভিত্তিক ভোট মেনে নেবে না: সেলিম উদ্দিন

রাজনীতি

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, এদেশের মানুষ আর ‘হাসিনা মার্কা’ নির্বাচন হতে দেবে না। নির্বাচনী কেন্দ্র জবরদখলের চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে। সেলিম উদ্দিন বুধবার রাজধানীর পল্লবীতে ভোট কেন্দ্র পরিচালক কর্মশালায় এ মন্তব্য করেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জনগণকে সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার দিয়েছিল, তবে এখন তা বিপদে পড়ছে। কিছু গোষ্ঠী জুলাই বিপ্লবের ঐতিহাসিক বিজয়কে বিতর্কিত করার চেষ্টা করছে। নির্বাচন পিআর পদ্ধতিতে করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম বলেন, নির্বাচন বানচাল হলে দায়ী হবে পাথর ও চাঁদাবাজ বাহিনী। তিনি আরও বলেন, জনগণের অধিকার বাস্তবায়ন না করে কোনো দলকে ক্ষমতায় বসানো হলে অন্তর্বর্তী সরকার অবৈধ হয়ে যাবে।

জামায়াতে ইসলামী নেতারা নির্বাচনী কেন্দ্র দখল, কালো টাকা ও নির্বাচনের অনিয়ম বন্ধের দাবি জানান এবং পিআর ভিত্তিক নির্বাচন বাস্তবায়নের ওপর জোর দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *