চট্টগ্রাম নগরীতে পানির ব্যাপক অপচয় জনগণ ও বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। নগরের বিভিন্ন এলাকায় ওয়াসার পুরনো ও নতুন পাইপলাইনে ফুটো হওয়ায় দিনে পৌনে দুই কোটি লিটার পানি অনবরত নষ্ট হচ্ছে। এটি বছরে দাঁড়াচ্ছে সাড়ে ৬০০ কোটি লিটার, যার বাজারমূল্য প্রায় ১৪২ কোটি ৩৭ লাখ টাকা।
নগরের মিমি সুপার মার্কেট, হালিশহরের ছদু চৌধুরী সড়কসহ বিভিন্ন এলাকায় তিন সপ্তাহ থেকে দুই মাস ধরে পাইপ ফুটে অঝোরে পানি বের হচ্ছে। স্থানীয়রা ওয়াসাকে বারবার জানালেও তৎপরতা দেখা যায়নি। জনমুখী উদ্যোগের অভাবে পানির এই অপচয় রোধ করা সম্ভব হয়নি।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন মুহাম্মদ রাশিদুল হাসান বলেন, ‘রাজস্ববিহীন পানি ২৬ শতাংশে দাঁড়ালে এটি অশনিসংকেত। অবৈধ সংযোগ ও চোরাই লাইনকে ধামাচাপা দেওয়ার জন্য অপচয়কে যুক্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে।’
ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম জানান, রাজস্ববিহীন পানি শূন্যের কোঠায় নিয়ে আসার কাজ চলছে। ইতিমধ্যে ৩ হাজার স্মার্ট মিটার বসানো হয়েছে এবং ৭০০ কিলোমিটার নতুন পাইপলাইন স্থাপন করা হয়েছে। আরও ৩৮৩ কিলোমিটার পাইপলাইন বসানোর কাজ চলমান।
বিশেষজ্ঞরা বলছেন, অবিলম্বে ওয়াসার পূর্ণ সংস্কার ও কার্যকর নিয়ন্ত্রণ ছাড়া নগরীর পানির সংকট ও অপচয় অব্যাহত থাকবে।