ক্রাইম এক্সপ্রেস ডেস্ক:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ভিডিপি) দেশের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ঘোষণা করেছেন উপজেলা ও থানা আনসার কোম্পানি ঢেলে সাজানো হচ্ছে। এর লক্ষ্য বাহিনীর কার্যকারিতা ও দক্ষতা বৃদ্ধি করা এবং তাদের দায়িত্বের পরিধি আরও সুস্পষ্টভাবে নির্ধারণ করা।
ডিজি আনসারের ভাষ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে সাধারণ আনসার সদস্যদের প্রশিক্ষণ সম্পৃক্ততা ও ধারাবাহিকতায় অনিয়ম দেখা যাচ্ছিল। এই কারণে কোম্পানির কাঠামো দুর্বল হয়ে পড়েছে। চলমান সংস্কার কার্যক্রমে আনসারদের নতুন করে সাজানো হচ্ছে এবং প্রশিক্ষণের নতুন ধারা চালু করা হয়েছে। এতে মনস্তাত্ত্বিক যুদ্ধ সামাজিক দায়িত্ববোধ আইন-শৃঙ্খলা এবং রাষ্ট্রীয় নিয়মকানুন বিষয়ক নির্দেশনা অন্তর্ভুক্ত থাকবে।
প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ সদস্যরা উন্নত প্রশিক্ষণ প্রকল্পভিত্তিক কর্মসংস্থান এবং আর্থিক সহায়তা পাবেন। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক এই সদস্যদের অর্থায়নে পাশে থাকবে। নতুন ধারার সদস্যরা ভবিষ্যতে জাতীয় নির্বাচন দুর্যোগ ব্যবস্থাপনা সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা কার্যক্রমে সরাসরি যুক্ত থাকবেন।
এই ঢেলে সাজানো কার্যক্রম ২৬ আগস্ট থেকে শুরু হয়ে ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ৮ ধাপে পরিচালিত হবে। প্রতিটি ধাপ ১৪ দিনব্যাপী অনুষ্ঠিত হবে এবং এতে মোট ৫২ ১৮৩ জন সদস্য অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণের মাধ্যমে সদস্যরা শারীরিকভাবে সক্ষম নৈতিকভাবে সুদৃঢ় এবং সামাজিকভাবে দায়িত্বশীল হয়ে উঠবেন।
বিশ্লেষকরা মনে করছেন এই পুনর্গঠন আনসার কোম্পানিকে একটি আধুনিক জাতীয় নিরাপত্তা প্ল্যাটফর্মে পরিণত করবে। উপজেলা ও থানা পর্যায়ে এই নতুন কাঠামো স্থানীয় নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবে।