আজ সকাল থেকেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার অসুস্থতার খবর চাউর হয়। তিনি নাকি রাজধানীর রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে তার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির খবর নিশ্চিত করেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম।
আরো পড়ুন:হাসপাতাল থেকে বাসায় ফিরেলেন তানজিন তিশা
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরের পর চিকিৎসা শেষে বাসায় যাওয়ার অনুমতি দেন চিকিৎসকরা। বর্তমানে সুস্থ আছেন তানজিন তিশা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান।
আরো পড়ুন:আত্মহত্যা প্রসঙ্গে মুখ খুললেন তানজিন তিশা
বাসায় ফিরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসের শেষে ইংরেজিতে ‘মুশফিক আর ফারহান’-এর নাম লেখা। ভক্তদের মনে প্রশ্ন জেগেছে তিশার এই পোস্টে কেন তার নাম? এর উত্তর অবশ্য এখনও মেলেনি। তবে নেটিজেনদের একাংশই বলছেন লেখাটি ফারহানের । এ নিয়ে চলছে জোর আলোচনা-সমালোচনা।