শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:১৭ পূর্বাহ্ন

জামিন শুনানির অপেক্ষায় মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে। সোমবার (২০ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে বেলা ২টার দিকে এ শুনানি অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন:আ.লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, যুবলীগকর্মী আহত

এ বিষয়ে মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, বিএনপি মহাসচিবের জামিন শুনানি বেলা ২টার দিকে অনুষ্ঠিত হবে। মামলার মেরিট অনুযায়ী আশা করছি, তিনি জামিন পাবেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল বলেন, আমরা রাষ্ট্রপক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের জামিনের সর্বোচ্চ বিরোধিতা করব।

এর আগে, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ শুরুর আগে প্রধান বিচারপতির বাসভবনের সামনে বিএনপির নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে ও হাতের লাঠি দিয়ে নামফলক, গেটে হামলা চালানো হয়। আসামিরা ভেতরে ইট পাটকেল ছুঁড়তে থাকে। এ ঘটনায় মির্জা ফখরুলসহ ৫৯ বিএনপির নেতার বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি