শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:৫২ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পানিতে ডুবে মুনতাসির আহম্মেদ তাসনিম (২) ও হাবিবা (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই-বোন।শনিবার (১৮ নভেম্বর) সোনারগাঁয়ের পৌরসভা এলাকার ইছাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মুনতাসির ওই গ্রামের মহিউদ্দিনের ছেলে ও হাবিবা আক্তার রুপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার রাজু আহম্মেদের মেয়ে।

আরো পড়ুন:পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

তাসনিমের বাবা মহিউদ্দিন জানান, সকালে দুই ভাই-বোন উঠানে খেলতে যায়। এর মাঝে কোনো এক ফাঁকে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় তারা। তাদের না পেয়ে আশপাশে অনেক খোঁজ করা হয়। পরে বাড়ির কাজের লোক পুকুরে ভাসমান অবস্থায় শিশুর মরদের দেখতে পায়। পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহসিন গণমাধ্যমকে বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা শুনেছি। পারিবারিকভাবে তাদের দাফন করা হয়েছে।

আরো পড়ুন:পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো ক্যাটাগরি